Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin Lyrics

Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) By Hemlock Society (2012) Lyrics

Song Name : Firiye Deoar Gaan (ফিরিয়ে দেওয়ার গান) 

Composer : Anupam Roy

Lyricist : Anupam Roy

Singer : Rupam Islam

Movie Name : Hemlock Society (2012)

Read more of this post

তুই কি জানিসনা [Tui Ki Janishna]

শিরোনাম: তুই কি জানিসনা [Tui Ki Janishna]

অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)

অ্যালবাম: হোক কলোরব (Hok Kolorob)

Arnob – Tui Ki Janishna 1 Download

তুই কি জানিসনা তোর জন্য কান্না

ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,

জানিস না কি তুই ঠিক যখনই ছুই

তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।

তুই নেই বলে পাতা গুলো সব ফাকা

তুই নেই বলে মন শুধু করে খাখা ।।

তুই নেই বলে একলা শালিক ডাকে

তুই নেই বলে মধু নেই মৌচাকে

তুই নেই তাই মেঘ কাদে হয় জল

তুই আসবি আসবিটা কবে বল?

তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন

বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।

তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে

ঘাসফুলে জল দোলে।।

তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই

তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।

সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে

তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…

সে যে বসে আছে [She Je Boshe Ache]

শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]

অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)

অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)

Ornob – She Je Boshe Ache Download

Read more of this post

তোমার জন্য [Tomar Jonno]

শিরোনাম: তোমার জন্য [Tomar Jonno]

অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)

অ্যালবাম: হোক কলোরব (Hok Kolorob)

Arnob – Tomar Jonno Download

 

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

অনেক দূর স্বপ্ন আমার [Onek Dure Shopno Amar]


শিরোনাম: অনেক দূর স্বপ্ন আমার [Onek Dure Shopno Amar]

অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)

অ্যালবাম: ডুব (DOOB)


অনেক দূর স্বপ্ন আমার,
অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মতো,
আমার করে তোমায় পাওয়া।

তোমায় পেলে হয়ত আবার,
নতুন গানের সুরটা পাব
অনেক দূরের আকাশ পথে,
তোমায় নিয়ে হারিয়ে যাব।

হারিয়ে যাওয়ার মানেই হলো,
নিজেকে আবার খুঁজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি,
নিজের জন্য তোমায় চাওয়া।

চাইবে যেদিন আমায় তুমি,
বুঝবে সেদিন ভাল করে
হাতের কাছের তারাগুলো
দেখায় কেন অত দূরে ।

নতুন একটা গান লিখেছি
বুকের মধ্যে পাগলা সুরে
রাতের আকাশ তোমার মতোই
আমিও যাব অনেক দূরে।

দোলনা [Dolna]

শিরোনাম: দোলনা
শিল্পীঃ আরেফিন রুমি ও ন্যান্সি
কথাঃ মারজুক রাসেল
সুরঃ আরেফিন রুমি
নাটকঃ চাঁদের নিজের কোন আলো নেই
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
প্রযোজনাঃ টেলিহোম
কৃতজ্ঞতাঃ এনটিভি

দোলনা একা একা দুলতে পারে না
তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও আর আমি দুলে যাই
দোলনায় দোলনায় দোলনায়

চাঁদের নিজের কোন আলো নেই জানো
সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়

দোল খেতে খেতে চোখে এসে দেবে ঘুম
ঘুমের ভেতরে কি যে হবে ভাবি
যাই হয় হোক তুমি দিও তাতে সায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়

হাওয়া দোলা দেয়
তুমি আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়

খাঁচার ভিতর অচিন পাখি [Khacher Bhitor Ochin Pakhi]

শিরোনাম: খাঁচার ভিতর অচিন পাখি

ফকির লালন সাই

 

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

শূন্য হাতে [Shunno Hate]

শিরোনামঃ শূন্য হাতে [Shunno Hate]

কন্ঠঃ এমিল

কথাঃ মোহন জিয়াউল

ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ গড়বো বাংলাদেশ

হাত বাড়িয়ে যায় না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা।

অপোটা অনেক দূরে
স্বপ্ন টাকে আঁকড়ে ধরে
শূন্য হাতে বাড়ি ফিরি।

প্রতি ক্ষণে তোমার খুঁজি, সকাল দুপুর সাঁঝে
আড়াল হয়ে থাক তবু, মেঘের ভাজে।

দৃষ্টি আমার থমকে দাঁড়ায়, চেনা পথের বাঁকে
বোঝে না সে ভালবাসা, ভালবাসি যাকে।

সে ভাবে [she vabe]

শিরোনামঃ সে ভাবে [she vabe]

কন্ঠঃ এমিল

কথাঃ এমিল

ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ গড়বো বাংলাদেশ

 

সে ভাবে,
কেন পুরনো পাতায়, পুরনো সেই কথায়
যেন সবই অচেনা লাগে
তার স্মৃতি গুলো আজ কেন মুছেযায়
পুরনো মানুষ গুলো আজ সরে যায়।

তার পুরনো পাতায়, পুরনো সেই কথা
সবই ভুলে যেতে চায় সময়
কার কথা গুলো আজ, যেন ভেসে যায়
কে ছায়া হয়ে আজ রয়ে যায়।